Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১। সমবায় সমিতি একটি নিবন্ধনকৃত এবং গণতান্ত্রিক শৃংখলায় পরিচালিত সংবিধিবদ্ধ অর্থনৈতিক সংগঠন যার সামাজিক সম্পৃক্তি রয়েছে।

 

০২। প্রাথমিকি সমবায় সমিতি, অর্থাৎ এমন একটি সমবায় সমিতি যাহার সদস্য সংখ্যা হইতেছে ন্যূনতম ২০ (কুড়ি) জন একক ব্যক্তি (Individual) এবং যাহার উদ্দেশ্য হইতেছে বৈধ উপায়ে সমিতির সদস্যদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নঃ

 

তবে শর্ত থাকে যে, এইরূপ সমিতি উহার সদস্যদের জমি বন্ধক নিয়া ঋণ প্রদানের জন্য গঠিত হইলে উহা জমি বন্ধকী ব্যাংক নামেও অভিহিত হইবে।

 

০৩। কেন্দ্রীয় সমবায় সমিতি, অর্থাৎ এমন একটি সমবায় সমিতি যাহার সদস্য হইতেছে একইরূপ অমত্মত: ১০ (দশ) টি প্রাথমিক সমবায় সমিতিএবং যাহার উদ্দেশ্য হইতেছে উক্ত সদস্য সমিতিগুলোর কাজ-কর্ম সুষ্ঠভাবে পরিচালনায় সহায়তা প্রদান এবং সমন্বয় সাধন।

 

তবে শর্ত থাকে যে, জমি বন্ধকী ব্যাংক নামক প্রাথমিক সমবায় সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় সমবায় সমিতি কেন্দ্রীয় জমি বন্ধকী ব্যাংক নামেও অভিহিত হইবে।

 

০৪। জাতীয় সমবায় সমিতি, অর্থাৎ এমন একটি সমবায় সমিতি যাহার সদস্য হইতেছে একই উদ্দেশ্য সম্বলিত অমত্মত: ১০ (দশ) টি কেন্দ্রীয় সমবায় সমিতি,এবং যাহার উদ্দেশ্য হইতেছে সারা দেশ ব্যাপী  উক্ত সদস্য সমিতিগুলোর কাজ-কর্ম সুষ্ঠভাবে পরিচালনায় সহায়তা প্রদান এবং সমন্বয় সাধন।

 

তবে শর্ত থাকে যে, জমি বন্ধকী ব্যাংক নামক প্রাথমিক সমবায় সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় সমবায় সমিতি কেন্দ্রীয় জমি বন্ধকী ব্যাংক নামেও অভিহিত হইবে।

 

০৫। জাতীয় সমবায় ইউনিয়ন, অর্থাৎ এমন একটি সমবায় সমিতি যাহার সদস্য হইতেছে, কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতি।

 

০৬। সমবায় সমিতি আইন/২০০১ এর ধারা ৯ মোতাবেক নিবন্ধন বা অনুমোদন ব্যতীত কোন সংগঠন কিংবা সমিতি বা সংঘের নামে ’’সমবায় বা ’’কো-অপারেটিভ’’ শব্দ ব্যবহার করা যায় না এবং কেউ যদি উক্ত আইনের ধারা লঙ্ঘন করেন তবে দায়ী ব্যক্তি অনধিক এক বছর কারাদন্ডে বা পাঁচ হাজার টাকা অর্থদন্ডে অথবা উভয় দন্ডে দন্ডিত হবেন।

 

০৭। সমবায় সমিতি নিবন্ধনের উদ্দেশ্যে নির্ধারিত ফরমে, নির্ধারিত পদ্ধতিতে, নির্ধরিত ফি, সমিতির প্রসত্মাবিত উপ-আইনের তিন কপি এবং নির্ধারিত অন্যান্য কাগজপত্রসহ সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট আবেদন পত্র দাখিলের ৬০ দিনের মধ্যে নিবন্ধক রেকর্ড পত্র যাচাই সাপেক্ষে নিবন্ধন কার্য সমাপ্ত করে নিবন্ধন সনদ ইস্যু করবেন অথবা ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের নিকট প্রয়োজনীয় তথ্য দাখিলের পরামর্শ দিবেন।

 

০৮। সমবায় সমিতি পরিচালনার জন্য একটি ব্যবস্থাপনা কমিটি থাকিবে। নিবন্ধনের সময় নিবন্ধক কর্তৃক নিয়োগকৃত কমিটির মেয়াদ হবে এক বছর এবং মেয়াদের মধ্যে আইন ও বিধি দ্বারা পদ্ধতিতে বার্ষিক সাধারস সভা/বিশেষ সাধারন সভায় নির্বাচিত কমিটির মেয়াদ হবে ৩ বছর।

 

০৯। প্রত্যেক সমবায় সমিতির হিসাব পত্র প্রতি সমবায় বর্ষে অমত্মত: একবার নিরীক্ষা করার জন্য অধিদপ্তরের কোন কর্মচারীকে বা অন্য ব্যক্তিকে বা উক্ত সমবায় সমিতিকে অনুদান বা ঋণ সরবরাহকারী প্রতিষ্ঠানের কোন কর্মচারীকে নিবন্ধক ক্ষমতা প্রদান করিতে পারিবেন এবং নিরীক্ষক উক্ত সমিতির সকল সম্পদ ও হিসাবপত্রসহ অন্যান্য সকল রেজিস্টার ও বহি নিরীক্ষা করিতে পারিবেন।

 

১০। নিরীক্ষার মাধ্যমে নির্ধারিত অডিট ফি সরকারী রাজস্ব যা সমবায় সমিতি হতে আদায়পূর্বক সরকারী কোষাগারে জমা প্রদান করা হয় যা জাতীয় উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে।

 

১১।  কোন সমবায় সমিতি অর্থসরবরাহকারী সংস্থা হইলে যে কোন সময় উহার কোন কর্মকর্তা বা ক্ষমতা প্রদত্ত অন্য কোন ব্যক্তির দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ইহার ঋণ গ্রহণকারী সমবায় সমিতির কার্যক্রম পরিদর্শন করাইতে পারিবে।

 

১২। নিবন্ধক বিধি দ্বারা নির্ধারিত ক্ষেত্রে ও পদ্ধতিতে যে কোন সমবায় সমিতির কার্যক্রম পরিদর্মন করিতে পারিবেন।

 

১৩। নিবন্ধক (স্বয়ং অথবা তদকর্তৃক গঠিত কমিটি বা ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি) কোন সমবায় সমিতির কার্যক্রম প্রয়োজনীয় ক্ষেত্রে তদমত্ম করিতে পারিবেন।

 

১৪। নিবন্ধক কর্তৃক নিয়োগকৃত অধিদপ্তরের কর্মচারীগণ সমিতি পরিচর্যা করিবেন।

 

১৫।   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমবায় বিভাগ সমাজের দরিদ্র অসহায় ভূমিহীন, ছিন্নমূল জনগনকে আশ্রয়ন প্রকল্পে সংগঠিত করে সমবায় সমিতি নিবন্ধন ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপামত্মরিত করে আশ্রয়ন নীতমালা মোতাবেক ঋণ প্রদান করে পূনর্বাসিত সদস্যদেরকে আর্থ-সামাজিকভাবে প্রতিষ্ঠা করার জন্য নিরলসভাবে কাজ করছে।

 

১৬। ভোলা সদর উপজেলার গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন, আর্থ-সামাজিক উন্নয়ন সহ সার্বিক উন্নয়নে অক্টোবর/২০১০ হইতে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি) এর কার্যক্রম বাসত্মবায়িত হচ্ছে